টঙ্গীতে কারখানা খোলা রাখায় জরিমানা

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২০, ২২:১৭

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে গাজীপুরে লকডাউন ঘোষণা করছে জেলা প্রশাসন। তবে সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর বিসিক এলাকায় একটি পোশাক, একটি খাদ্য উৎপাদনকারী ও একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী সুমি অ্যাপারেলসকে ৪০ হাজার, শাপলা ফুডসকে ২০ হাজার এবং আনোয়ার পলিমার কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। যৌথ বাহিনীর এ অভিযানে ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভির আনজুম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চের সহকারী পুলিশ কমিশনার সুভাশীষ ধর, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (আপারেশন) সুব্রত কুমার পোদ্দার।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা পালন না করেই কারখানাগুলো চলছিল।  করোনা প্রতিরোধে অপরিহার্য পণ্য- পিপিই, মাস্ক, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি ব্যবহার না করেই কয়েকশ শ্রমিক ঝুঁকি নিয়েই কাজ করে আসছে এসব প্রতিষ্ঠানে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেএম)