পায়ে হেঁটে ঠাকুরগাঁওয়ে ফিরছে মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৪:০৫ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ০০:০৩

তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও বাইরের জেলা থেকে লোকজন আসা এখনো বন্ধ হয়নি। এখন মানুষ পায়ে হেঁটেও জেলায় প্রবেশ করছে।

গত শনিবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় তিনজন করোনা রোগী সনাক্ত হওয়ায় ওইদন রাতেই ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয় এবং জেলায় প্রবেশের প্রধান সড়ক ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ‘২৯ মাইল’ নামক স্থানে পুলিশি চৌকি বসানো হয়। এখানে বাইরে থেকে আসা ট্রাক বাসসহ সব ধরনের গণপরিবহনকে প্রয়োজন ছাড়া জেলায় প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

এদিকে প্রধান সড়ক দিয়ে জেলায় প্রবেশে বাধা দেয়ায় অনেকে গ্রামের রাস্তা দিয়ে এবং মানুষজনকে পায়ে হেটে জেলায় প্রবেশ করতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে নারায়নগঞ্জ থেকে একদল নারী-পুরুষকে পায়ে হেঁটে জেলায় ঢুকতে দেখা গেছে। আর তাদের মালামাল গণপরিবহনে আত্মীয়দের কাছে ফোন করে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :