শরীয়তপুরে জ্বর-শ্বাসকষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ১৪:৪১

শরীয়তপু‌রের নড়িয়া উপ‌জেলায় জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক নিরাপত্তাকর্মী (নৈশ প্রহরী) (৫৫) মারা গেছেন। মঙ্গলবার রাতে উপ‌জেলার ভো‌জেশ্বর ইউনিয়‌নের মসুরা এলাকায় নিজ বা‌ড়ি‌তে তিনি মারা যান। বুধবার সকালে তার দাফন হয়েছে। মৃত্যুর পর করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ ক‌রা হয়েছে।

রাতে প্রেস বিজ্ঞ‌প্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তা‌হের। মৃত ব্যক্তির বা‌ড়ি ও আশপা‌শের ক‌য়েক‌টি বা‌ড়ির লোকজনসহ তার সংস্প‌র্শে আসা সবাইকে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে।

প্রেস বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, বেশ ক‌য়েক‌দিন যাবত ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগ‌ছি‌লেন। গত সোমবার থে‌কে তার ডায়রিয়া শুরু হয়। এরপর মঙ্গলবার রা‌তে তিনি মারা যান। চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন তিনি একজন অ্যাজমা রোগী। তার নমুনা সংগ্রহ ক‌রা হ‌য়ে‌ছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডি‌সিআরে পাঠা‌নো হবে।

এদিকে বুধবার সকা‌লে ন‌ড়িয়া উপ‌জেলা ইসলামিক ফাউ‌ন্ডেশন গ‌ঠিত ক‌মি‌টি‌ তার দাফন সম্পন্ন ক‌রে‌ছে। দীর্ঘ‌দিন যাবত স্থানীয় এক‌টি বাজা‌রের নৈশ প্রহরী ছি‌লেন ওই ব্য‌ক্তি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :