ফোনে আবেদন করে ২৯৩ জন পেলেন ত্রাণ সহায়তা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ১৯:২৮

করোনা দুর্যোগে ত্রাণ সহায়তা চেয়ে আবেদন করা ২৯৩ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন ইউএনও। বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৩৯ এবং নাঙ্গলকোটে ১৫৪ পরিবারের মাঝে উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ, আনসার ও ট্যাগ অফিসারদের মাধ্যমে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইতোমধ্যে ফোনে, এসএমএস, ইমেইলে সাহায্যের জন্য আবেদন করেছেন। গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেরার আটটি ইউনিয়নে ৩২৯ জনের আবেদন পেয়েছি। তার মধ্যে যাচাই-বাছাই করে অধিকাংশ সঠিক পাওয়া গেছে। বুধবার আটটি ইউনিয়নে মোট ১৩৯ জনকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিগুলো দ্রুত পৌঁছে দেয়া হবে।

নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, বুধবার জেলা প্রশাসকের নির্দেশে ফোনে এবং এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে যাচাই করে ১৫৪ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :