জামালপুরে ৫০০ কেজি চাল জব্দ, নারীর কারাদণ্ড

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২০, ১৯:৫১

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

এসব চাল কালোবাজারে বিক্রির সঙ্গে যুক্ত থাকার অপরাধে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামীন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে হরিপুর গ্রামের ওই বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল জব্দ করা হয়। এসময় এসব চাল কালোবাজারে বিক্রির সঙ্গে যুক্ত থাকায় ওই নারীকে এ কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/পিএল