জঙ্গলে ফেলে যাওয়া সেই নারী আক্রান্ত নন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ২২:০২

করোনাভাইরাস সন্দেহে জঙ্গলে ফেলে যাওয়া সেই নারী আক্রান্ত নন। বুধবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম এ তথ্য জানানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে। বুধবার তার ফলাফলে নেগেটিভ এসেছে। তার শরীরে করোনা ধরা পড়েনি।’

প্রসঙ্গত, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গভীর রাতে ওই নারীকে জঙ্গলে ফেলে যান তার সন্তান ও স্বজনরা। গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন ওই নারী। মুহূর্তে আশপাশের এলাকায় আর্তচিৎকার ছড়িয়ে পড়ে। কেউ ওই নারীর কাছে যেতেও সাহস পাচ্ছিল না। সোমবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই ইউএনও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর নাম মাজেদা বেগম (৫০)। তিনি শেরপুরেরনালিতাবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :