মির্জাপুরে বিনামূল্যে ৩০০ কৃষককে বীজ-সার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ২২:৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩০০ জন কৃষককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হচ্ছে।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আওতায় ইউনিয়ন পর্যায়ে সার ও বীজ পৌঁছে দিয়ে কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে। সকালে উপজেলার পাঁচজন কৃষকের একটি দলের মধ্যে সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :