কালিয়াকৈরে করোনায় আক্রান্ত দুই যুবক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ২২:৪৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাথালিয়া গ্রামের দুই যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। জাথালিয়া কমিউনিটি ক্লিনিক থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় গ্রামের ২০ বছর ও ২৮ বছর বয়সী দুই যুবকের করোনা শনাক্ত হয়।

এলাকাবাসী জানায়, আক্রান্তরা উপজেলার জাথালিয়া নিজ গ্রামেই অবস্থান করছিলেন। করোনা শনাক্তের সংবাদ পাওয়ার পর বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়। সেই সঙ্গে জনসাধারণকে সতর্ক করতে ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।

উপজেলা করোনাভাইরাস কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ৭৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেলেও বাকি নমুনাগুলোর নেগেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি তারা দ্রুত সুস্থ হবেন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :