চাল চোরদের সাজা হতে পারে যাবজ্জীবন

আমিনুল ইসলাম মল্লিক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৫৫ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ১৩:৪৭

সম্প্রতি দেশে অসহায় মানুষদের জন্য দেয়া সরকারি ত্রাণ আত্মসাতের বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিকে আটক ও সাময়িক বরখাস্তের পর সামনে চলে এসেছে তাদের সাজার বিষয়টি। আইনজীবীরা বলছেন, সরকারি সম্পত্তি তছরুপ ও আত্মসাতের ঘটনায় মামলা হতে পারে প্রচলিত ও স্থানীয় সরকার আইন অনুযায়ী। রয়েছে পদ থেকে স্থায়ী বরখাস্তের বিধান। হতে পারে দশ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা।

দুর্নীতি দমন আইন ও স্থানীয় সরকার আইন অনুযায়ীই তাদের এমন সাজা দেয়া যায় বলে জানাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

জানতে চাইলে আপিল বিভাগের আইনজীবী সগীর হোসেন লিওন ঢাকা টাইমসকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকারের অধীনে যে সব জনপ্রতিনিধি সরকারের দেওয়া সম্পত্তি তছরুপ করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে ১৯৪৭ সালের দুদক আইনে মামলা হতে পারে। এই আইনের ৫এর ২ বিধি মোতাবেক সরকারি সম্পত্তি তসরুপ ও আত্মসাতের অভিযোগ এনে মামলা করা যেতে পারে। সঙ্গে বিশ্বাস ভঙ্গের অভিযোগও যোগ করা যেতে পারে। অভিযোগ প্রমাণিত হলে দশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া ত্রাণের চাল চুরির অভিযোগ উঠেছে যেসব চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি, তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে পেনাল কোড ও দুদক আইন অনুযায়ী।

এদিকে যেসব জনপ্রতিনিধি চাল চুরির ঘটনায় জড়িত তাদেরকে তাদেরকে বরখাস্ত করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

তিনি বলেন, সরকারি ত্রাণের মালামাল আত্মসাতের ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী জড়িত ব্যক্তি বরখাস্ত হতে পারেন। দণ্ড বিধি ১৮৬০ ধারা ৩৭৯ অনুযায়ী চুরির অপরাধে তাকে অনূর্ধ্ব তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেয়া যায়। ধারা ৪০৬ অনুযায়ী অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে অনূর্ধ্ব ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হতে পারে। এ ছাড়াও ৪০৯ ধারা মতে একজন সরকারি কর্মচারী হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

(ঢাকা টাইমস/১৫ এপ্রিল/এআইএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :