গাজীপুরে স্বাস্থ্য বিভাগের ১৩ কর্মীর করোনা শনাক্ত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:১৫ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৫৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন হাসপাতালের ভেতরে কাজ করেন এবং ছয়জন হাসপাতালের বাইরে মাঠে কাজ করেন। আক্রান্ত সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার বলেন, কাপাসিয়ায় বুধবার মোট ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভেতরে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুজন নার্স, একজন সহকারি নার্স, একজন স্টোর কিপার ও হিসাব রক্ষকসহ সাতজন রয়েছেন। এছাড়া হাসপাতালের বাইরে কাজ করেন এমন স্বাস্থ্য সহকারী ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবাইকে প্রাথমিক অবস্থায় নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সবাই সেখানে আইসোলেশনে রয়েছেন। পরে তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, হাসপাতালের কাজকর্ম কিভাবে চালানো হবে, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :