সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি, ঢাকাটাসমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ১৮:৫২

সিলেটে করোনার উপসর্গ নিয়ে ১০ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। অবস্থার অবনতি হলে স্বজনরা শিশুটিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু স্বজনরা শিশুকে সেখানে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে নিয়ে আসার সময় রাস্তায়ই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির জ্বর ও সর্দি-কাশি ছিল। তাই সে করোনায় আকান্ত ছিল কিনা তা পরীক্ষার জন্য তার শরীরে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শিশুটির মৃতদেহ সমাহিতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মৃতদেহ স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমিত মানুষ নিয়ে পরবর্তী কার্যক্রম শেষ করতে বলা হয়েছে তাদের।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :