নগরকান্দায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২০, ২০:৩৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের নগরকান্দায় করোনা উপসর্গ নিয়ে এক এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের হায়দার শিকদারের স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।

গত কয়েকদিন ধরে তিনি সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তার স্বামী হায়দার শিকদার এবং ছেলে আবুল বাশার মিয়াও অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তার বাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রতিবেশী সেলিম ফকির বলেন, আবুল বাশার পেশায় ভ্যানচালক। ধারণা করা হচ্ছে সেই বাইরে থেকে করোনা ভাইরাস বহন করে বাড়িতে এনেছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে একটি মেডিকেল টিম পাঠিয়ে ওই নারী, তার স্বামী হায়দার শিকদার ও পুত্র আবুল বাশারের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যেতি প্রু বলেন, এ ঘটনার পর ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

চরযশোরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, প্রতিবেশী ও বাড়ির লোকেরা মুর্দার গোসল ও দাফনে অনিহা জানালে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত হয়ে তার গোসল ও জানাজা পড়ান। এরপর বৃহস্পতিবার বিকালে তাকে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)