বাগেরহাটে আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ২১:০৭

বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া শেখ নুর ইসলাম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের রায়পাড়ার বাসিন্দা।

ভর্তির সময় তার লিভারের সমস্যা, হৃদরোগ ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। তার শরীরে এই রোগ থাকার কারণে পেট ফুলে যায় এবং শ্বাসকষ্ট বাড়ে। করোনা ভাইরাসের সংক্রমণে তার মৃত্যু হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসকরা। আইসোলেশনে মৃত্যু হওয়ার কারণে রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির রাতে এই প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়িতে বসে এই রোগীর হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে তার স্বজনরা তাকে নিয়ে হাসপাতালে আসেন। আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :