চাটমোহরে ত্রাণের দাবিতে দরিদ্র কর্মহীনদের বিক্ষোভ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ২২:১০

ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে পাবনার চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের দরিদ্র কর্মহীন মানুষ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করে তারা। এসময় তারা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে এবং গ্রামে চলাচলের প্রধান রাস্তা বাঁশ বেঁধে বন্ধ করে দেন।

কর্মহীন এসব মানুষের অভিযোগ, করোনা পরিস্থিতিতে সরকারি ত্রাণের চাল ইউনিয়নে বিতরণ শুরুর পর থেকে মুখ বেছে চাল দেয়া হচ্ছে। এতে দরিদ্র বেশিরভাগ মানুষ সরকারি চাল পাচ্ছে না। বিষয়টি তারা একাধিকবার ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের জানালেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ তাদের। তাই তারা ত্রাণের দাবিতে এ বিক্ষোভ করেছে।

এসময় ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হকের বিরুদ্ধে ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

ত্রাণের দাবিতে আসা মথুরাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহান আলী ও আলমগীর হোসেন বলেন, ‘আমরা এখানে যারা এসেছি সবাই অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছি। কয়েকদিন ধরে ঘরে খাবার নেই, কাজও নেই। অনেকবার চেয়ারম্যানকে বলার পরেও তিনি কোনো কথাই শোনে না।’

হালিমা খাতুন ও সমেলা খাতুনসহ কয়েকজন নারী জানান, ‘সরকারি যে সহায়তা আসে চেয়ারম্যান তার পরিচিতদের আর মেম্বারের পরিচিত আত্মীয়দের মধ্যেই সব দিয়ে দেয়। তাই পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, ‘বিষয়টি জানার পর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীদের অভিযোগের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জানান, যারা ত্রাণ পাননি তাদের একটি তালিকা তৈরি করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পেলে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে।

তবে এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :