চাঁপাইনবাবগঞ্জে মৃত শিশু সিরাজ করোনায় আক্রান্ত ছিল না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ১৫:১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর বাঘারপাড়া গ্রামে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে মৃত শিশু সিরাজ করোনাভাইরাসে আক্রান্ত ছিল না বলে রিপোর্ট এসেছে। মৃত শিশুর রিপোর্টের সঙ্গে আরো সাতজনের রিপোর্ট এসেছে, তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন বলেন, গত ১২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শিশু সিরাজের মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করা হয়। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শেষে শিশুটির করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এখন পর্যন্ত ৮৩ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার ২৬ জনের নমুনায় নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাকি ৫৭ জনের রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :