মুন্সীগঞ্জে নতুন করোনা রোগী ১৩ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৬:০৮ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ১৫:৫৪

মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে। শুক্রবার বেলা ১২টায় জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ তারিখ জেলা থেকে ৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। এর আগে ১৫ তারিখ যেসব নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যে থেকে ২ জনের এবং মুন্সীগঞ্জের একজন সরাসরি ঢাকাতে নমুনা পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে, সদর উপজেলায় ৩ জন, টঙ্গীবাড়ীতে ১ জন, লৌহজংয়ে ২ জন, সিরাজদিখানে ৩ জন, গজারিয়ায় ১ জন। অর্থাৎ এ নিয়ে সদর উপজেলায় মোট ৬ জন, টঙ্গীবাড়ী উপজেলায় ৮ জন, গজারিয়া উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, লৌহজং ৫ জন ও শ্রীনগরে এ পর্যন্ত ৪ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে মুন্সীগঞ্জে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৩ জনের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। অপর একজন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত ১১ এপ্রিল সর্বপ্রথম মুন্সীগঞ্জে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই দিন মুন্সীগঞ্জে জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুদার।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :