সেই গানম্যান আশুলিয়ায় গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৮:১৯ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ১৮:০৯

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সেই গানম্যান সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোর কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় তার বন্ধুর বাড়ি থেকে কিশোরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাতে তার গুলিতে গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরেকজন।

নিহত যুবক শহিদ টাঙ্গাইলের মির্জাপুরের আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মঈন উদ্দিনও একই এলাকার।

পুলিশ বলছে, কিশোর কুমার, শহিদ ও মঈন পরস্পরে বন্ধু। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া এলাকার একটি পতিত জমিতে তারা আড্ডা দিচ্ছিলেন। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শহিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর চন্দ্র সরকারকে ঘটনার পর থেকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকার তার বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :