বাইকে টেলিস্কোপিক সাইড স্ট্যান্ড আনছে হোন্ডা

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২০, ১৮:৩৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ১৮:৫৭

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

পৃথিবীর বেশিরভাগ মোটরসাইকেলের সাইড স্ট্যান্ড একই ধরনের। কোনো বৈচিত্র্য নেই। এবার বৈচিত্র্যময় আলাদা ধরনের সাইড স্ট্যান্ড আনছে হোন্ডা। বিশেষ ধরনের এই সাইড স্যান্ডের প্যান্টেন্ট সংগ্রহের জন্য আবেদনও করেছে। 

হোন্ডার এই সাইড স্ট্যান্ড হবে টেলিস্কোপিক। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, যেকোনো জায়গায়, উঁচু নিচু রাস্তায় মোটরসাইকেল পার্ক যাবে না।                   

হোন্ডা দাবি করছে তাদের এই স্ট্যান্ড অধিক টেকসই হবে। এবং এটি যেকোনো জায়গায় বাইক পার্ক করতে সহায়তা করবে।       
হোন্ডার প্যান্টেন্টকৃত সাইড স্ট্যান্ড অনেকটা বাইকের ফ্রন্ট সাসপেনশনের মতোই। অথার্ৎ এটি টেলিস্কোপিক। পার্ক করার প্রয়োজনে এটি ছোট বড় হবে। ফলে সব জায়গায় পার্ক করা যাবে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এজেড)