‘চাল বিতরণ না হলে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৫:৫৫

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফারুক হোসেন। শনিবার দুপুরে সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন, চাল বিতরণ না হলে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে?

এসএম ফারুক বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এলাকায় প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করেছে। মূল বিষয়টি হলো, গত মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে পরিষদের সদস্যদের তালিকা দেয়ার জন্য বলা হয়। এই তালিকা দেয়ার পর একই নাম একাধিক ডিলারের কাছে দেখা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এপ্রিল মাসের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করি। পরে তালিকা সংশোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দর কাছে জমা দেই। সম্পূর্ণ চাল সংশ্লিষ্ট ডিলারদের কাছে রয়েছে।

তিনি বলেন, যেখানে চাল বিতরণ করা হয়নি সেখানে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে। তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :