ঠাকুরগাঁওয়ে আরো একজন করোনা রোগী শনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৮:২৩

ঠাকুরগাঁওয়ে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় জনে।

নতুন আক্রান্ত রোগীর বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার উত্তরগাঁও গ্রামে।

আক্রান্তরা যথাক্রমে পীরগঞ্জ উপজেলায় ১ জন, রানীশংকৈল উপজেলায় ২ জন এবং হরিপুর উপজেলায় ৩ জন।

সিভিল সার্জন জানান, শনিবার পর্যন্ত জেলার মোট ২৭২ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে শনিবার একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ১৭৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। বাকিদের পরীক্ষার রিপোর্ট ক্রমান্বয়ে পাওয়া যাচ্ছে। আক্রান্তদের সকলকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ১ জন ও হরিপুর উপজেলায় ২ জন করোনা রোগী শনাক্ত হলে জেলা প্রশাসন এ জেলাকে লকডাউন ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :