শেরপুরে করোনার উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৮:২৩

শেরপুরে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম হাজেরা খাতুন। শনিবার সকালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন যাবত তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গৃহবধূর বাড়ি জেলা শহরের নতুন বাস টার্মিনালে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা উপসর্গ রয়েছে সন্দেহে দুপুরে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

গৃহবধূর স্বজনরা জানান, হাজেরা খাতুন গত চার দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধও সেবন করেন। ওই অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :