ভিক্ষুকের টাকা আত্মসা‍ৎ, ইউপি সদস্য গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি , ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ২১:৩৩

কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষুকের টাকা আত্মসা‌ৎ করায় মোস্তফা বেগম নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন থেকে আটকের পর অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আটক মোস্তফা বেগম গজারিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য।

জানা গেছে, উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বসতঘর নির্মাণ বাস্তবায়নের কাজ চলছে। এ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে রাহেলা বেগম নামে এক ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেন ইউপি সদস্য মোস্তুফা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, স্থানীয়দের অভিযোগে ভিক্ষুকের টাকা হাতিয়ে নেওয়ায় ইউপি সদস্য মোস্তফা বেগমকে আটক করা হয়েছে । পরে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় গজারিয়া ইউনিয়ন সচিব মশিউজ্জামান তার বিরুদ্ধে মামলা করেন।

ঢাজকাটাইমস/১৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :