মাদারীপুরে কন্যাসহ নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২০, ২৩:২০

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের প্রথম লকডাউন হওয়া মাদারীপুরের শিবচরে এবার এক নারী চিকিৎসক ও তার শিশুকন্যা আক্রান্ত হয়েছেন। এর আগে তার চিকিৎসক স্বামীও আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭ সহ মাদারীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের শিশুকন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। এর আগে তার ডাক্তার স্বামীও করোনা আক্রান্ত হন। তিনি নারায়নগঞ্জ থেকে চিকিৎসক স্ত্রীর কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়ার্টারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্তদের  চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটারটি জোড়ালো লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)