বোয়ালমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১৬ জনের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ১৪:২৩

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি নিদের্শ অমান্য করায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে পৃথক দু’টি অভিযানে তাদের এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জনসমাগম সৃষ্টি হয়। তাই এ সংঘর্ষে জড়িত ১০ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধির ১৮৬০ এর ১৬০ ও ১৮৮ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে তারা এ ধরনের সংঘর্ষে জড়াবে না মর্মে তাদের থেকে মুচলেকা নেওয়া হয়।

এদিকে উপজেলার পৌর সদর বাজার, সাতৈর ও সহস্রাইল বাজারের ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডবিধির ১৮৬০ এর ২৭১ ধারায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তাদের এ জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :