লকডাউন লঙ্ঘনে গাজীপুরে ১৮ জনের জরিমানা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩৪

গাজীপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অকারণে বাইরে ঘোরাঘুরি করায় ১৮ জনকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে অকারণে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ১৮ জনকে ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার কাপাসিয়া উপজেলা, টঙ্গীর বিসিক, চেরাগ আলী, হাড়িনাল, সাইনবোর্ড, বোর্ডবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের এই দণ্ড দেয়।

তবে গাজীপুরে লকডাউন ঘোষণাই তেমন কাজে আসছে না। অধিকাংশ মানুষই শুনছেন না কোন ঘোষণা। কোন কোন মার্কেটে ব্যবসা চলছে প্রায় স্বাভাবিক, চলছে হাট-বাজারও। বিশেষ করে নিম্নবিত্ত মানুষ খাদ্যাভাবে থাকায় মানছে না কোন লকডাউন।

এদিকে, গাজীপুরে গত শনিবার নতুন করে ১১ জনের মধ্যে করোনাভাইরাস পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত ১৬১ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৫৮ কর্মী ছাড়াও ১০ জন পুলিশ রয়েছে। এদের মধ্যে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার ৮ জন সদস্য ও কালীগঞ্জ থানার ২ পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :