জামালপুরে চার হাজার ৮৫০ কেজি সরকারি চাল জব্দ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩৭

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে এক কালোবাজারির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চার হাজার ৮৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এই চাল জব্দ করেন।

গোপন সংবাদে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল উপজেলার গুঠাইল বাজারের কালোবাজারি মোয়াজ্জেম হোসেন ও মোশাররফ হোসেনের গুদামে অভিযান চালায়। অভিযানকালে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৮ বস্তায় আনুমানিক চার হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়।

এসময় কালোবাজারি মোয়াজ্জেম হোসেন ও মোশাররফ হোসেন পালিয়ে যায়। পরে জব্দ চাল ইসলামপুর পুলিশের হেফাজতে রাখা হয়।

সরকারি সহায়তার খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি ও ক্রয়ের বিষয়ের তদন্ত চলছে এবং এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে বলে জানান ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া।

গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মোশারফ হোসেন একই কমিটির সদস্য।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :