প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২০, ২১:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনার ছোবল পড়েছে সব সেক্টরের মানুষের ওপর। বিশেষ করে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে- মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছি বলেও জানান জনপ্রশাসন সচিব।

করোনা শুরুর পর থেকে সারাদেশে সরকারের ত্রাণ সহায়তা, কোয়ারেন্টাইনে থাকতে মানুষকে উদ্বুদ্ধ করা, মোবাইল কোর্ট পরিচালনাসহ সরকারের সব ধরণের নির্দেশনা পালনে কাজ করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে জেলা প্রশাসনের নির্দেশনায় সারাদেশে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডরা দিনরাত কাজ করছেন। যে কারণে তাদের ঝুঁকিও বেশি। দেশব্যাপী সাধারণ ছুটি চললেও সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে তাদের কর্মস্থল এলাকা ত্যাগ না করারও নির্দেশনা দেয়া আছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/বিইউ/জেবি)