অসহায়দের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

নড়াইল প্রতিনিধি, ঢাকটাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২২:৩৯ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০, ২২:২০

দরিদ্রদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগ। শনিবার রাত থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে কয়েকদিন। প্রাথমিক পর্যায়ে ৩০০ অসহায় পরিবারকে এ খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘নড়াইলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হলেও অনেক অসহায় মানুষ এখনো খাদ্যসামগ্রী পায়নি। আমরা সেইসব অসহায় মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি।’

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পদক এসএম পলাশ জানান, সংগঠনের নেতাদের নিজেদের টাকায় স্বেচ্ছসেবকলীগ সদস্যদের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দরিদ্রদের ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা এ কাজে তাদের সহযোগিতা করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে যাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে ছবি প্রকাশ করে তাদের ছোট করতে চাই না।’

সমাজের চিত্তবান ও বিভিন্ন সংগঠনগুলোকে করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে এগিয়ে আসার আহ্বান জারিয়ে তিনি বলেন, ‘এ খাদ্যসামগ্রীকে আমরা ত্রাণ হিসেবে বিবেচনা করতে চাই না। এটাকে ‘উপহার’ হিসেবে মূল্যায়ন করছি। আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফিরোজ শেখ জানান, বিতরণকৃত এসব খাদ্যসামগ্রীর প্যাকেটের গায়ে লেখা- ‘আর্ত মানবতার সেবায় আমরা। বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।’

তিনি আরও জানান, দিনরাত এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন ২০ জন নেতাকর্মী।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :