মাদারীপুর প্রশাসনকে জীবাণুনাশক সামগ্রী দিলেন নাছিম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৫:২৬ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ১৫:০৪

প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর জেলা প্রশাসনকে পিপিই ও জীবাণুনাশক সামগ্রী দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম । সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন পৌর মেয়র ও আওয়ামী লীগের মাদারীপুর জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ।

সামগ্রীর মধ্যে রয়েছে ১০০ পিপিই, ১২ কার্টুন জীবাণুনাশক সাবান ও দেড় হাজার মাস্ক। এসব সামগ্রী গ্রহণের সময় আরো ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, এনডিসি আনোয়ার হোসেন, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আর মুর্তজা প্রমুখ।

পরে জেলা প্রশাসক পুলিশ বিভাগকে মাস্ক, পৌর কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের পিপিই, মাস্ক ও সাবান বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :