পিরোজপুরে মাদ্রাসাছাত্র করোনায় আক্রান্ত

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ২১:০৭

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রের করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ নিয়ে এ উপজেলায় দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ওই মাদ্রাসাছাত্রের বয়স ১৫ বছর। তার বাড়ি উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামে। সে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় পড়ে। গত ১৫ এপ্রিল জ্বর, সর্দি-কাশি নিয়ে বাড়ি ফিরলে ১৬ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ওই ছাত্রের বাড়ির লকডাউন ঘোষাণা করা হয়েছে।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আক্রান্ত মাদ্রাসাছাত্র নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তীতে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।

ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল