সরকারি চাল বিতরণে অনিয়ম, ডিলারশিপ বাতিল

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২২:৩৮ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ২২:২০

পিরোজপুরের নাজিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রয়ে অনিয়ম অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ডিলারের নিবন্ধন বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ডিলার মহসিন উদ্দিনের ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান জানান, স্থানীয় কার্ডধারী ভুক্তভোগীরা চাল না পাওয়ার অভিযোগে গত ৯ এপ্রিল দুপুরে ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারের ওএমএস ডিলার মহসিন উদ্দিনের গোডাউনে যাই। এ সময় সেখানে চাল বিতরণে অনিয়ম পাওয়া যায়। এ অভিযোগে চোরাই চালের ক্রেতা স্থানীয় গ্রাম পুলিশ গোলাম মোস্তফা ও ইউপি সদস্য আবুল কালাম আকন ওই দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পরবর্তীতে এ নিয়ে তদন্ত প্রমাণিত হলে ওই ডিলারের নিবন্ধন বাতিলসহ জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। একই সাথে উপজেলার ৩নং দেউলবাড়ী ইউনিয়নের ডিলার তানজির হোসেনকে চলতি মাস থেকে ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ডিলার মহসিন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি নাজমুল হুদা স্বপনের বড় ভাই।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :