দৌলতপুরে ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য আটক

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ২৩:০৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ইউনিটের সদস্য হাবিবুর রহমানকে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাতের অভিযোগে দৌলতপুর থানা পুলিশ আটক করেছে। সোমবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোবরগাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বিতরণের জন্য দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ইউনিটে ৫০ জন পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিটের সদস্য হাবিবুর রহমান ৫০ পরিবারের মধ্যে ত্রাণ না দিয়ে নিজের মতো করে তালিকা তৈরি করে ১৫ পরিবারকে দিয়ে বাকি ৩৫ জন পরিবারের ত্রাণ আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠে। এরপর দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে।

থানার ওসি আরিফুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কেএম)