কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৬

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ২৩:১১

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় করোনা সন্দেহে হাফিজ উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জাওয়ার গ্রামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এদিকে জেলায় নতুন ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সোমবার জেলা সিভিল সার্জন মুজিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নতুন ৬৬ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১। এর মধ্যে ভৈরবের ২০, মিটামইনের ১৬, তাড়াইলের ১০, কটিয়াদীর নয়, ইটনার ছয়, সদরে তিন ও অষ্টগ্ৰামের দুই জন।

এদিকে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ জানান, মারা যাওয়া ওই ব্যক্তি কয়েক দিন যাবত শ্বাসকষ্ট ও অন্যন্য রোগে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তারের উপস্থিতিতে ইসলামি ফাউন্ডেশন গঠিত উপজেলা দাফন টিমের মাধ্যমে করোনায় আক্রান্ত ব্যক্তির যেভাবে দাফন হয় সেভাবেই তাকেও দাফন করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :