ফেনীতে আরো একজন করোনায় আক্রান্ত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ২৩:২৪

ফেনী জেলায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চরচান্দিয়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ঢাকাটাইমসকে জানান, আক্রান্ত ব্যক্তি সোনাগাজী পৌসমর শহরের একটি ফার্মেসি দোকানে চাকরি করেন। গত ক'দিন ধরে অসুস্থবোধ করলে ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। সেটি সিভিল সার্জন অফিসের মাধ্যমে চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ঢাকাটাইমসকে জানান, আক্রান্ত ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে ফেনী ট্রমা সেন্টারে আনা হবে। সেখানে আইসোলেশনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয় ১৬ এপ্রিল পাঠানো ৯টি নমুনার আজ পরীক্ষা হয়। একটির রিপোর্ট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এ পর্যন্ত ফেনী জেলায় পজিটিভ রোগী ২জন। ফলাফলের অপেক্ষায় রয়েছে ৪২টি।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :