কুমিল্লায় দরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছালেন একঝাঁক তরুণ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৬:৩৮

কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলায় দরিদ্রদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন একঝাঁক তরুণ। ‘কেয়ারী মানব কল্যাণ সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের তরুণরা এ খাদ্য সহায়তা দিয়েছে।

সোমবার উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের তরুণ ও যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারে এ সহায়তা পৌঁছে দিয়েছেন। রমজানে ইফতারের কথা মাথায় রেখে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ট্যাংক, খেসারি ডাল ও তেল দেওয়া হয়েছে এসব পরিবারকে।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শাহীন জানান, এসব সামগ্রী বিতরণে স্থানীয় প্রবাসী ও বিত্তবানরা সহগযোগিতা করেছে। তাদের সহায়তায় এর আগেও কয়েক দফা দরিদ্রদের মাঝে চাল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। এছাড়া তাদের সহায়তায় লিফলেট, মাস্ক ও জীবাণুনাশক বিতরণ করে গ্রামের প্রত্যেক পরিবারকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

তিনি আরও জানান, যতদিন এ করোনার পরিস্থিতি থাকবে পর্যায়ক্রমে এ সহায়তা কারযক্রম অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক কার্যক্রমে ছিলেন- সংগঠনের সদস্য রিপন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন, মাসুদ আলম, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল ভূঁইয়া, মোরশেদ আলম, ইউসুফ ভুঁইয়া, জাকির হোসেন, মামদুদ হোসেন, কামরুল হাসান প্রমুখ।

ঢাকাটাইমস/২১এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :