মৃত ব্যক্তির কার্ডে চাল তোলায় ইউপি সদস্যের জরিমানা

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৮:৫০

টাঙ্গাইলে সাত মৃত ব্যক্তির নামে করা কার্ডে চাল উত্তোলনের চেষ্টার দায়ে এক ইউপি সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড উদ্ধার করা হয়। জরিমানাদাতা সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেন।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন মৃত সাত ব্যক্তির নামে করা খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টা করছিল। এ সময় আমরা তাকে আটক করি। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে-বেনামে সে চাল উত্তোলন ও আত্মসাৎ করে আসছিল। এ অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তার মেম্বারশিপ বাতিলের সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :