দৌলতপুরে ত্রাণ আত্মসাতের ঘটনায় ইউপি সদস্য কারাগারে

প্রকাশ | ২১ এপ্রিল ২০২০, ১৯:২৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

ত্রাণ আত্মসাতের ঘটনায় মামলা হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ইউনিটের সদস্য হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার সন্ধ্যায় ত্রাণ আত্মসাতের অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ত্রাণ আত্মসাতের ঘটনা প্রমাণিত হয় এবং হাবিবুর রহমানের নামে মামলা করেন রবিউল ইসলাম নামে এক ভুক্তভোগী।

দৌলতপুর উপজেলায় করোনা সংকটে অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বিতরণের জন্য দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ইউনিটে ৫০ পরিবারের জন্য ৫০ প্যাকেট ত্রাণ বরাদ্দ দেয়া হয়। প্রতি প্যাকেটে ১০ কেজি চালসহ ডাল, আলু ও সাবান বরাদ্দ ছিল। কিন্তু হাবিবুর রহমান ১৫ প্যাকেট ত্রাণ বিতরন করে বাকি ৩৫ প্যাকেট আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।  

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, তালিকাভুক্ত অসহায় দরিদ্র মানুষকে ত্রাণ না দিয়ে আত্মসাতের দায়ে মঙ্গলবার সকালে ইউপি সদস্য হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/কেএম)