ওরা সত্যিই মানবতার হাত: মির্জাপুরের ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ২৩:২৯

কর্মহীন পরিবারে একের পর এক খাদ্য সহায়তা দেয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার হাত’ এর প্রশংসা করেছেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক। দুর্যোগকালীন এই সময়ে একের পর এক খাদ্য সহায়তা দেয়ায় তিনি সংগঠনটির প্রশংসা করেন।

ইউএনও বলেন, এই দুর্যোগকালে যেভাবে সংগঠনটি সহায়তা করছে- সেজন্য বলা যায়, ওরা সত্যিই “মানবতার হাত”। এসময় তিনি সংগঠনের নির্বাহী পরিচালক ইজ্জত আলী জনিসহ সকলের প্রশংসা করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের খলিয়াজানী গ্রামে সংগঠনটির উদ্যোগে ২০০ কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা বিতরণকাল ইউএনও এসব কথা বলেন। তাদের দেয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, চাল, আটা, আলু, পেঁয়াজ, লবণ।

এর আগেও সংগঠনটির উদ্যোগে শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ইজ্জত আলী জনির আর্থিক সহায়তায় এসব খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ‍উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত মোমেন শাজাহান, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন টুটুল, পাথরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হারুন অর রশিদ মাষ্টার, সুকনাল মাষ্টার, খলিলুর রহমান কলেজের প্রভাষক মাহাবুব রহমান, মোফাজ্জল মাষ্টার, মোসলেম উদ্দিন, মোকলেস, কহিনুর মাষ্টার, মোমেন গনি, বেলায়েত, ওমর চাঁন সরকার প্রমুখ।

ইউনিয়নের পাথরঘাটা, গাজেশ্বরী, গোনাপাড়া, ব্যধকরপাড়া, উত্তরপাড়া, মোল্লাপাড়া, খাঁনপাড়া, ছোনপাড়া, দরানীপাড়া, পূর্বপাড়ার কর্মহীন পরিবারে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে বলে ইজ্জত আলী জানি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :