কুষ্টিয়ায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১২:৩৩

কুষ্টিয়ায় প্রথমবারের মতো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত দু’জনই পুরুষ। বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনাক্ত দুই জনের মধ্যে একজন কুষ্টিয়া শহরের পেসকার আলীর ছেলে তপন। তার বয়স ৩০ বছর। অন্যজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের আক্কাস আলী। তার বয়স ৬৯ বছর।

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া থেকে পাঠানো নমুনার মধ্যে এ দুই জনের রেজাল্ট পজেটিভ এসেছে বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা‌ভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয়। আক্রান্তরা বাড়িতেই আছেন। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে সেটা পরে জানাবেন বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২২এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :