মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১৭:২৮

মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী ওই ব্যাক্তি বেসরকারি প্রতিষ্ঠান ব্রাকের যক্ষা প্রতিরোধ বিভাগে কর্মরত ছিলেন। তার শরীরে কোভিড-১৯ নিশ্চিত হয়ে বল্লভপুর গ্রামে তার ভাড়া বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

আক্রান্ত ব্যক্তির বাড়ির মালিক জানান, চার মাস আগে তিনি সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করে। সপরিবারে ভাড়া বাড়িতে থাকেন। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আমাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, জ্বর ও কাশি থাকায় মঙ্গলবার তার শরীর থেকে নমুনা সংগ্রহে করে যশোর মেডিকেলে পাঠানো হয়, সেখানে পরীক্ষায় পজিটিভ হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়েছে। গত এক সপ্তাহে তিনি কার কার সংস্পর্শে এসেছেন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :