আলফাডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৮:৪৯ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ১৮:০৮

ফরিদপুরের আলফাডাঙ্গায় রেজাউল করিম নামে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলার পবনবেগ গ্রামের বাসিন্দা।

বুধবার ফরিদপুরের সিভিল সার্জন অফিস করোনা পজিটিভ রোগী হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেয়। বর্তমানে তিনি গ্রামের বাড়িতে চিকিৎসাধীন আছেন। উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।

গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তার পরিবাবের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান জানান, রেজাউল করিম ঢাকা থেকে গত তিন দিন আগে এসে বাড়িতে অবস্থান করে। ধারণা করা হচ্ছে, ঢাকাতেই করোনায় আক্রান্ত হয় সে। বর্তমানে আমাদের মেডিকেল টিমের চিকিৎসায় রয়েছে।

এছাড়াও আলফাডাঙ্গায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কর্মীরা। তাদের মধ্যে ১৫টি পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে। একজনের পজিটিভ এসেছে। ৩ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :