যশোরে মানবিক সহযোগিতায় নাসিব

প্রকাশ | ২২ এপ্রিল ২০২০, ১৯:৫৩

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

মানবিক সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) যশোর জেলা শাখার নেতারা। সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ শুরু করে প্রথম দিন বুধবার ২০০ মানুষের মাঝে ত্রাণ দেয়া করা হয়। বেলা সাড়ে ১১টায় যশোর ঝুমঝুমপুরস্থ কার্যালয়ে করোনাভাইরাসে ঘরবন্দি খেটে মানুষের মাঝে ত্রাণ বিতরণ হয়।   

সংগঠনের সভাপতি সাকির আলির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম। সংগঠনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি শ্যামল দাস, কাওছার আহমেদ, মোস্তাক আলী, সাব্বির জাকারিয়া, আনোয়ার হোসেন, গোবিন্দ চন্দ্র সাহা আবু ইসহাক বাবু, মনির হোসেন, দেব নারায়ণ ঘোষ, রিয়াজউদ্দিন, কামরুল হোসেন ও তৌহিদুর রহমান বাবু।

প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে এই বিতরণের কার্যক্রম শুরু হবে। বিসিক শিল্পনগরী এলাকার মিল কল-কারখানা বন্ধ থাকায় সংগঠন থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়। দুই হাজার জন নারী-পুরুষের  মাঝে ত্রাণ বিতরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)