ডা. মঈনকে নিয়ে গুজব, যুবক গ্রেপ্তার

প্রকাশ | ২২ এপ্রিল ২০২০, ২১:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মঈন উদ্দিনের ব্যাপারে ফেসবুকে গুজব ও কুৎসা রটানোর অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রিয়াজুল আবির।

বুধবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

সিআইডি কর্মকর্তা জানান, ১৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় মৃত্যুবরণ করার পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উস্কে দিতে কুচক্রি মহল নানান অপ-প্রচার ফেসবুকে প্রচার করছিল। চিকিৎসকদের অনেকে সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে নজরদারি শুরু করে সিআইডি। সাইবার পুলিশের অনলাইন মনিটরিং সেল মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে।

পরে রাজধানীর বাড্ডা এলাকা অভিযান চালিয়ে রিয়াজুল আবিরকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আব্দুস ছাত্তার। বাড়ি বরিশালের বাকেরগঞ্জের দাওকাঠি গ্রামে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এসএস/জেবি)