যশোরে ত্রাণের দাবিতে আবারও বিক্ষোভ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০, ২২:০১

যশোরে ত্রাণের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন কর্মহীন মানুষ। বুধবার সন্ধ্যায় শহরের চাঁচড়া পালবাড়ি মহাসড়কের খড়কি হাজামপাড়া রেলক্রসিং এলাকার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ হয়। এতে অংশ নেন হাজাম পাড়া ও খোলাডাঙা এলাকার দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষ।

এসময় তারা অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর প্রশাসনের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে অবরোধ তুলে নেয়।।

স্থানীয়রা জানান, এ দুই এলাকার কর্মহীনরা স্থানীয় কমিশনার, ইউপি সদস্য এবং প্রশাসনের নিকট খাদ্য সহায়তা চেয়েও পাননি। তাই ত্রাণের দাবিতে তারা এ অবরোধ করে। খবর পেয়ে নির্বাহী হাকিম আইরিন সুলতানা, সেনা ও পুলিশের সহয়তায় সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে খাদ্য সহায়তার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

ঢাকাটাইমস/২২এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :