হবিগঞ্জে আরও পাঁচ করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৫:০২

হবিগঞ্জে আরও পাঁচ জনের শরীরে করোনভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি সিলেট ল্যাব বুধবার রাত সাড়ে ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগকে জানায়। আক্রান্তদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ।

এর মধ্যে বাহুবল উপজেলার দুই জন, মাধবপুরের একজন, চুনারুঘাটের একজন এবং লাখাইয়ের একজন।

জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, নতুন শনাক্তদের বৃহস্পতিবার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে ।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ এপ্রিল প্রথম হবিগঞ্জে একজনের করোনা শনাক্ত হয়। তিনি পেশায় ট্রাক চালক। তবে তিনি জেলার বাসিন্দা ছিলেন না। কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে গার্মেন্টস, হোটেল-রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা কৌশলে জেলায় প্রবেশ করেন। এরপর হঠাৎই গত সোমবার একদিনে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে থেমে নেই। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত জেলায় ১৮ জন করোনা রোগী পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক ও দুই জন নার্স রয়েছেন।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :