গাজীপুরে কৃষকদের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৭:১৭

করোনা পরিস্থিতিতে শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছিলেন না গাজীপুরের কৃষকরা। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতারা। গত কয়েকদিন ধরেই এ কাজ করছে বলে জানান তারা।

বৃহস্পতিবার সকালে মহানগরের শশ্মানঘাট এলাকায় কৃষক সংকর সাহার দুই বিঘা জমির বোরো ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেন তারা।

সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদের নেতৃত্বে শতাধিক নেতা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করেন। দেশের এই সংকটময় মুহূর্তে তারা ধান কাটার কাজে এগিয়ে আসায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা এরশাদ বলেন, ‘করোনা পরিস্থিতিতে গাজীপুরের সর্বত্র ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় ধান কাটতে পারছেন না কৃষকরা। তাই গত কয়েকদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ ও নানা পেশাজীবীর লোকজনকে সঙ্গে নিয়ে কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :