টাঙ্গাইলে যৌতুক না পেয়ে স্ত্রীকে ‘পুড়িয়ে হত্যা চেষ্টা’

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২০, ১৯:১৪

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলে গোপালপুরে যৌতুক না পেয়ে শান্তা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাথালিয়া সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শান্তার ভাই লতিফ তার স্বামী আইয়ুব নবীর বিরুদ্ধে গত বুধবার রাতে গোপালপুর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, যৌতুক না পেয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শান্তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তার স্বামী আইয়ুব নবী। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গত বুধবার তার অবস্থার আরও অবনতি হলে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু শান্তার হতদরিদ্র পরিবারের সামর্থ্য না থাকায় তারা তাকে ঢাকায় না নিয়ে বুধবার রাতেই বাড়ি নিয়ে আসে। পরে এ খবর শুনে আগুনে দগ্ধ শান্তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/পিএল