মেহেরপুরে করোনায় প্রথম মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ২০:০৫

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ইদ্রিস আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এটিই এ জেলায় প্রথম মৃত্যু। গত বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকি‌ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিভিল সার্জন নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ব্যক্তির বাড়ি জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে। তিনি বুধবার সকালে জ্বর ও শাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকি‌ৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদিকে এ মৃত্যুর ঘটনায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

জেলা সিভিল সার্জন জানান, মেহেরপুর জেলা থেকে মোট ৩৭০ জনের নমুনা ঢাকা, খুলনা ও যশোরের ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২৫৫ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। রিপোর্টে দুই জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে এ ব্যক্তি মারা গেল, আরেকজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :