যশোরে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ১৫:৫১

যশোরে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকি‌ৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ঝিকরগাছা উপজেলার বর্ণি গ্রামের অন্ত:সত্তা শাকিলা খাতুন (২০)। অন্যজন চৌগাছা উপজেলার জামিরা গ্রামের রেজাউল ইসলাম (৬৫)।

মৃত রেজাউলের স্বজন আবির জানান, বৃহস্পতিবার বিকালে রেজাউল ইসলামের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাত ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সেইসঙ্গে তার সংস্পর্শে আসা তিন জনের নমুনা রীক্ষার জন্য সংগ্রহ করা হয়।

অন্যদিকে শাকিলা খাতুন জ্বর ও সর্দি-কাশি নিয়ে রাত ৯টায় যশোর জেনারেল হাসপাতালে আসেন। করোনা উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সকালে তার এবং তার সংস্পর্শে আসা দুই জনের নমুনা সংগ্রহ করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, মৃত এ দুই ব্যক্তির নমুনা জেলা সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :