লক্ষ্মীপুরে করোনায় আরও এক মৃত্যু, নতুন শনাক্ত ১

নিজস্ব প্রতিবেদক, লক্ষীপুর
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০, ১৬:৪৪

লক্ষীপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন আরও একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শুক্রবার জেলা সিভিল সার্জন আবদুল গফফার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন একজনসহ জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। এর মধ্যে একজন ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ি এসে আত্মগোপনে থাকেন। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর উপজেলার শাকচরের আত্মগোপন করা ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

তিনি আরও জানান, জেলায় আক্রান্তদের মধ্যে রামগঞ্জের ১৬, কমলনগরের তিন, রামগতির এক ও সদর উপজেলার নয় জন। এর মধ্যে এক চিকিৎসক, দুই শিশু এবং একই পরিবারের আট সদস্য রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলা থেকে ৩৬ জনসহ মোট ৮৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৩০ জনের রিপোর্ট পাওয়া গেছে বলে জানা তিনি।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :